নিউজসুপার : – শীতের পারদ কমে গেলেও রাজনৈতিক উত্তাপ কমছে না।
সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন সেই দিকে কেন্দ্র করেই শাসক বিরোধী দুই পক্ষ নেমে পড়েছে ময়দানে।
আজ ঠিক দুপুর ১ টায় রানাঘাট ছাতিমতলা হবিবপুর ময়দানে জনসভায় উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গেছিল তৃণমূলের শাসক দল।
তাই আজকে কর্মী সমর্থকদের মূল লক্ষ্য দিদির কি বার্তা দিতে চলেছেন।
অপরদিকে নদীয়া জেলার এই রানাঘাটের মতুয়া সম্প্রদায়ের ৩৫ শতাংশ ভোটটাও বড়ো ফ্যাক্টর।
একদিকে দিদির নাগরিকত্ব বিরোধীতা অপরদিকে গেরুয়া শিবির নাগরিকত্ব দিতে চাওয়া।
আগামী ৩০ শে জানুয়ারি অমিত শাহ ঠাকুরনগড়ে এসে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে কি নাগরিকত্ব ঘোষণা করবেন? এই নিয়ে জল্পনা তুঙ্গে।
কিন্তু আজকের জনসভায় অনুমেয় লাখের বেশি মানুষ আসছেন এই ছাতিমতলায় মাঠে দিদির বার্তা শুনতে ।উপস্থিত থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত , শংকর সিং,তার পুত্র যীশু সিং মহুয়া মৈত্র,মমতা বালা ঠাকুর ও অন্যান্য বিধায়ক সহ তৃণমূল নেতৃত্বরা।
আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র নিউজসুপার LIVE থাকবে আজকের জনসভায় চোখ রাখুন আপনারাও।