নিউজসুপার, তানিয়া কুন্ডু: : রাজনীতি বাক্যটির আর একটি অর্থ হল নীতি ও আদর্শ মেনে চলা।বীজপুরে কয়েকদিন যাবৎ বীজপুর বিধায়ককে নিয়ে এক বিস্তর জল্পনা এখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আপামর সাধারণ মানুষের মুখে।সেটি হল তিনি নাকি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করছেন।
এক্ষেত্রে ঠিক রামায়ণে ১৪ বছর বনবাস কাটানোর পর মাতা সীতাদেবীকে যখন অগ্নি পরীক্ষা দিতে বলা হল ,সেই মুহূর্তে তিনি সম্মতি দিয়ে অগ্নি পরীক্ষায় জয়ী হলেন।আর ঠিক এরূপই ঘটনার প্রতিরূপ আজ বীজপুর বিধায়ক মাননীয় শুভ্রাঙশু রায় বারংবার দিয়ে চলেছেন।
কয়েকমাস আগেও এক প্রেসকনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি প্রশ্নের উত্তরে বিধায়ক বলেছিলেন তিনি মা মাটি মানুষ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলেছেন ও চলবেন।আজও তার মুখে একই প্রতিধ্বনি শোনা গেল, নিউজসুপার এর প্রতিনিধিকে তিনি আজ জানান”মমতা বন্দ্যোপাধ্যায়-এর আদর্শকে আমি পাথেয় করে মেনে চলেছি চলব”
তার এই বার্তালাপ থেকে একেবারেই স্পষ্টত বুঝিয়ে দিলেন যে তাকে নিয়ে যে জল্পনা ও গুজব মন্তব্য করা হচ্ছে তা সম্পূর্ণ রূপেই ভুল।সাধারণ মানুষের বিশ্বাসকে আরো মজবুত করতে তিনি প্রতিনিয়ত এই অগ্নিপরীক্ষা দিয়ে চলেছেন এবং তিনি আশাবাদী তিনি তাতে জয়ী হবেন।