নিউজসুপার, কৌশিক ঘোষ:মুর্শিদাবাদের বড়ঞাতে আক্রান্ত প্রদেশ কংগ্রেস সাধারন সম্পাদক তথা বড়ঞা বিধানসভার অবজারভার তাপস দাশগুপ্ত। সোমবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাচথুপি গ্রামে কংগ্রেস বৈঠক চলছিল বৈঠক সময় প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস দাশগুপ্ত কে মারধর করা হয়। অভিযোগের তীর তৃণমূল দিকে বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দলের নেতা আক্রান্ত ঘটনার প্রতিবাদে অধীর চৌধুরী মুর্শিদাবাদে অবস্থানে বসেছেন বহরমপুরের বিদায়ী সাংসদ। বহরমপুর গান্ধী মূর্তির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন অধীর চৌধুরী। ঘটনার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ১৭এপ্রিল বড়ঞা বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর রোড শো করা হবে তার প্রস্তুতি চলছিল সোমবার রাতে। অভিযোগ তৃণমূল কিছু দুস্কৃতীরা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ঘটনার জেরে জখম হয়েছেন তিনি অন্যদিকে এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী মৌসুমি বেগম কে মাথায় আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলে অভিযোগ।